নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- হোসনে আরা বেগম (৪৫), ইমরান (২২) ও রাব্বী (১৮)। ইমরান ও রাব্বী দুই ভাই বলে জানা গেছে। নিহত সবাই সুকাশ ইউনিয়নের বনকুড়াইল গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, অটোভ্যানে তিনজন বামিহাল যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর আঞ্চলিক সড়কে একটি দ্রুতগামীর ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। অটোভ্যানচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় স্থানীয়রা চালক ও হেলপারসহ ট্রাকটি জব্দ করেন। পরে তাদের ধরে পুলিশে সোপর্দ করা হয়।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকও জব্দ করা হয়েছে।