বাংলাদেশ ১১ মার্চ ২০২৪

ফের বাংলাদেশে আশ্রয় নিল ২৯ বিজিপি সদস্য

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতের জেরে আবারো নতুন করে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২৯ জন সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বান্দরবানের নাইক্ষ্যংছ‌ড়ির জামছ‌ড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে এসে আশ্রয় নেন। তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুরে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে।বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ১১ বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে এসব বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।জানা গেছে, আজ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের আশারতলি এলাকার নুরুল আলম কোম্পানির লেবু বাগানে মিয়ানমার থেকে পালিয়ে আসা ২৯ বিজিপি সদস্য আশ্রয় নেয়। পরে তাদের ও তাদের কাছে থাকা অস্ত্র নিজেদের হেফাজতে নেয় ১১-বিজিবির সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলাদেশে আশ্রয় নেওয়া এ বিজিপি সদস্যদের প্রাথমিকভাবে ওই লেবু বাগাবেই রাখা হয়েছে। পরবর্তীতে তাদের কোথায় রাখা হবে এ বিষয়ে বিকেলে জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগের বারের মতো তাদের নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner