বাংলাদেশ ১১ মার্চ ২০২৪

বিদেশ যেতে পারবেন ড. ইউনূস: আদালত

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ বিদেশ যেতে পারবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন আদালত।এর আগে গত ৭ মার্চ বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি ১২ মার্চ বিদেশে যাবেন এবং ৪ এপ্রিল দেশে ফিরবেন বলে আদালতকে জানিয়েছিলেন।এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার কারণ দেখিয়ে আদালতে আবেদন করা হয়।তিনি আরও বলেন, যেহেতু হাইকোর্ট বলেছেন ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ যেতে হলে আদালতকে জানিয়ে যেতে হবে, তাই ওনার পক্ষ থেকে আমরা বৃহস্পতিবার (৭ মার্চ) শ্রম আপিল ট্রাইব্যুনালকে বিষয়টি অবগত করি, আবেদন করি।এর আগে গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট ড. মুহাম্মদ ইউনূসের বিদেশ যেতে অনুমতি লাগবে জানিয়ে আদেশ ও রুল জারি করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner