বাংলাদেশ ১১ মার্চ ২০২৪

কারামুক্ত হলেন জামায়াত আমির

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান কারামুক্ত হয়েছেন। এক বছর তিন মাস (১৫ মাস) কারাভোগের পর সোমবার (১১ মার্চ) গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।দুপুর ২টার দিকে জামায়াতের আমির কারামুক্ত হন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।২০২২ সালের ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল জামায়াত আমিরকে আটক করে। পরদিন ১৩ ডিসেম্বর তাকে যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।পরে তাকে রিমান্ডে নেওয়া হয়। গ্রেফতার দেখানো হয় একাধিক মামলায়।এসব মামলায় একে একে জামিন পেয়ে অবশেষে মুক্তি পেলেন ডা. মো. শফিকুর রহমান।কারাফটকে জামায়াতের আমিরকে শুভেচ্ছা জানাতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner