বাংলাদেশ ০৩ মার্চ ২০২৫

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রোববার সকালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।শায়রুল কবির জানান, তিনি আজ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। আগের চাইতে অনেকটা সুস্থ রয়েছেন বিএনপির মহাসচিব।অসুস্থতার বিষয়ে তিনি বলেন, অমর একুশে বই মেলার শেষের দিকে একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন বিএনপি মহাসচিব। মেলায় অনেক ধুলা ময়লার কারণে তিনি অসুস্থ বোধ করেন। পরে হাসপাতালে ভর্তি হয়েছেন।বিএনপি মহাসচিবের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বিএনপির মিডিয়া সেলের এই সদস্য।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner