নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
কুমিল্লা: বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে কুমিল্লায় ফুলের বাজার জমজমাট। আজ বুধবার সকাল ৯টা থেকেই হিড়িক পড়ে ফুল দোকানে বেচাকেনার। ফুল ব্যবসায়ী জহিরুল ইসলাম বাসসকে জানান,আজ একই দিন বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে কুমিল্লার বিভিন্নস্থান থেকে তরুণ-তরুণীরা ফুল কিনতে ফুলের দোকানে ছুটে আসেন। থোকায় থোকায় ফুল বিক্রি হচ্ছে। তিনি বললেন এবার তুলনামূলকভাবে বেশি ফুল বেচাকেনা হচ্ছে। দোকানীরাও দাম ভালো পাচ্ছেন।ফুলচাষি আবু বকর বাসসকে জানান, গতবারের তুলনায় এবার ফুল বেশি দামে বিক্রি হচ্ছে। ভোর থেকেই বাজারে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ধরনের ফুল কুমিল্লার দোকানগুলোতে শোভা পাচ্ছে। পর্যাপ্ত ফুল ওঠায় জমে ওঠে ফুলের বাজার।বরুড়া গ্রামের ফুলচাষি আলমগীর বাসসকে জানান, তার প্রতি পিস গোলাপ ১০/১২ টাকা বিক্রি হয়েছে। লং স্টিক চায়না গোলাপ বিক্রি হয়েছে ২৫/৩০ টাকা প্রতিটি। ফুলের ব্যাপক চাহিদার কারণে শহরের বিভিন্ন স্পটে ফেরি করে ফুল বিক্রি করতে দেখা গেছে।