বিশেষ অনুষ্ঠান ১৮ নভেম্বর ২০২৩

ভারতের ফুরফুরা শরীফ Furfura sharif ( ভিডিও লিংক সহ )

post

  ভিডিও লিংক | https://youtu.be/--CTDprC3-Q
ফুরফুরা শরীফ পশ্চিমবঙ্গের হুগলী জেলার ছোট্ট  একটি  গ্রাম ।প্রসিদ্ধ এই গ্রামটির নাম আগে ছিল বলিয়া বাসন্তি।দেশের বিভিন্ন অঞ্চলে একসময় ফুরফুরা পীরের প্রচুর মাহফিল হতো । পরবর্তীতে বাংলাদেশী পীর বুজুর্গদের প্রভাবে তাদের আসা কমলেও দেশে এখনো অসংখ্য ভক্ত ও  মুরিদ রয়েছে ফুরফুরা পীরের।বিস্তারিত থাকছে সম্প্রতি ভারতের ফুরফুরা শরীফ ঘুরে আসা আমাদের নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলুর বিশেষ প্রতিবেদনে 

প্রচলিত পীর মুরিদের বাইরেও ফুরফুরা শরীফে রয়েছে নানা কর্মকান্ড।এর মধ্যে ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট উল্লেখযোগ্য। 
ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট এগিয়ে নিতে প্রয়জন বিপুল অর্থের। বললেন এর  কর্ণধার। 
ফুরফুরা শরীফ কেবলমাত্র একটি মুসলিম তীর্থস্থান নয়, ধর্মীয় শিক্ষা-দীক্ষার কেন্দ্র হিসেবেও  এর রয়েছে গৌরবময় ইতিহাস ।শিক্ষা সংস্কৃতি ও মুসলিম উম্মাহর আত্মার খোরাক মেটানোর পাশাপাশি এই পূর্ণ ভূমি থেকে প্রাতিষ্ঠানিক  সেবামূলক সেবা প্রদানের উদ্যোগ, অন্য পীর মুরিদদের জন্য শিক্ষণীয় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকে। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner