ভিডিও লিংক | https://youtu.be/3lrvEKzlhiw
যুগ যুগ ধরে নিজস্ব বৈশিষ্ট্য ও আকর্ষণ বজায় রেখে চলেছে বিশ্বের সবচেয়ে রোমান্টিক শহর ভেনিস।মুখোশের শহর নামেও পরিচিত সম্ভাবনাময় এই নগরী।ভেনিসের ঐতিহ্যবাহী শিল্পের অন্যতম পৃথিবী বিখ্যাত সম্পূর্ণ হাতে বানানো মুরানোর কাঁচ শিল্প।এ ব্যবসাতেও রয়েছে বাংলাদেশিদের পদচারণা।ভেনিসে কেমন আছেন ? কি করছেন বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধারা ? ইতালির ভেনিস ঘুরে এসে সেই খবর জানাচ্ছেন নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলু।সাথে ছিলেন আমাদের নর্থ ইতালি প্রতিনিধি নাজনীন আক্তার।