বিশেষ অনুষ্ঠান ১৮ নভেম্বর ২০২৩

ইতালির দরিদ্র নগরী নাপোলি শহরে কি কি কাজ করেন বাংলাদেশিরা ? কেমন আছেন তারা ? Napoli Italy Naples ( ভিডিও লিংক সহ )

post

 ভিডিও লিংক | https://youtu.be/967Llm2lfns
ইতালির নেপলস  শহর পৃথিবীর প্রাচীন সভ্যতা ও ইতিহাস-ঐতিহ্যের  এক অনন্য নগরী ।ইতালিয়ান  ভাষায় শহরটিকে  বলা হয় নাপোলি। দেশটির পশ্চিম উপকূলে টাইর্রেনিয়ান সাগরের কোল ঘেঁষে মাথা উঁচু করে কালের সাক্ষী হয়ে  দাঁড়িয়ে আছে হাজার বছরের  ঐতিহ্যবাহী নাপোলি শহর।সম্ভাবনাময় এই নগরীতে  অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা কি কাজ করেন ? কেমন আছেন তারা। সম্প্রতি  নাপোলি ঘুরে এসে সে খবর জানাচ্ছেন নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলু।সাথে ছিলেন জাহাঙ্গীর আলম  সিকদার। 
    পিজার শহর নামে  পরিচিত নাপোলিতে বাংলাদেশিরা কাজ ও ব্যবসা উভয় পেশায় নিয়োজিত আছেন।
ঐতিহাসিক নাপোলি  শহরের পূর্ব সমুদ্র উপকূলে  রয়েছে জগৎ বিখ্যাত আগ্নেয়গিরি মাউন্ট ভিসুভিয়াস ও পম্পেই নগরী  ।এখানেও বাংলাদেশিদের পদচারণা একেবারে কম নয়।
 নাপোলি  শহরে চোখে পড়ে না বাংলাদেশের রাজনীতির তেমন কোনো  উত্তাপ। সবাই নিজ নিজ কাজ নিয়ে ভীষণ ব্যাস্ত।ভালোই আছেন তারা। তুলনামূলকভাবে নাপোলি ইতালির দরিদ্র নগরীর হলেও  বাংলাদেশিদের সফলতার পেছনে তাদের ঐক্য ও  কঠোর পরিশ্রমই  প্রধান কারণ বলে মনে করেন সংশ্লিষ্ট মহল

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner