হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেট থেকে:এশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও পীরে কামিল সুলতানুল আরেফিন, কুতবুল আউলিয়া শাহ সুফি হযরত আল্লামা আব্দুল মান্নান চৌধুরী শিঙ্গাইরকুড়ী ছাহেব ক্বিবলাহ (রহ.) এর ৪৪তম ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে।
মাহফিলটি সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বরকতপুরস্থ শিঙ্গাইরকুড়ী ছাহেববাড়ী সংলগ্ন মান্নানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত চলবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন:
পীরে কামিল হযরত মাওলানা লুৎফুর রহমান চৌধুরী, পীর ছাহেব শিঙ্গাইরকুড়ী।
তরবিয়ত প্রদান করবেন:
হযরত মাওলানা ফজলুর রহমান চৌধুরী, ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ী।
এই মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন। তাঁদের বক্তব্যে ইসলামের বিভিন্ন দিক ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে আলোকপাত করা হবে।
মাহফিলের আয়োজক কমিটি সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের এতে উপস্থিত হয়ে কুরআন তিলাওয়াত, জিকির-আসকার ও নসীহত শোনার আমন্ত্রণ জানিয়েছে। এই মাহফিল একদিকে ইসলামী শিক্ষার প্রচার এবং অন্যদিকে শিঙ্গাইরকুড়ী ছাহেব ক্বিবলাহ (রহ.) এর স্মৃতিচারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, শিঙ্গাইরকুড়ী ছাহেব ক্বিবলাহ (রহ.) ইসলামের প্রচার ও প্রসারে অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর দেখানো পথ ও শিক্ষা এখনো লক্ষ লক্ষ মানুষকে আলোকিত করে চলেছে। মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানেরা তাঁর আত্মার মাগফেরাতের জন্য দোয়া করার সুযোগ পাবেন।
মাহফিলটি সবার জন্য উন্মুক্ত এবং এতে উপস্থিতির জন্য স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশ-বিদেশের বহু মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।