গ্রাম বাংলা ২৬ ডিসেম্বর ২০২৪

কাপ্তাইর কর্ণফুলিতে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

রাঙ্গামাটি: জেলার কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।ডুবে যাওয়ার ৪২ ঘন্টা পর আজ  সকাল সাড়ে ৭ টার দিকে কাপ্তাই সীতা ঘাট এলাকায় নিঁখোঁজ ২ পর্যটকের লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়।নিহতরা পর্যটকরা হলেন প্রিয়ন্ত ( ১৫) ও শাহন দত্ত ( ১৭)।স্থানীয়রা সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে  বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ সরোয়ার।  এসময়  নিহতের আত্মীয় স্বজনরা লাশ দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে।ইউপি সদস্য মোঃ সরোয়ার জানান, আজ সকাল ৭ টার দিকে কর্ণফুলি নদীতে লাশ দুটো ভেসে উঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও  ফায়ার সার্ভিসকে খবর দেয়।কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বাসসকে জানান, কর্ণফুলি নদীতে লাশ ভেসে উঠার খবর পেয়ে ৮ সদস্যের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।কাপ্তাই চন্দ্রঘোনা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুহাম্মদ শাহজাহান কামাল বাসসকে বলেন, সকালে লাশ ভেসে উঠার খবর পেয়েছি। পরে পুলিশ ও  ফায়ার সার্ভিসের দল নিহত দুই পর্যটকের  লাশ উদ্ধার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর মঙ্গরবার দুপুরে রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাঘাট এলাকার কর্ণফুলি নদীতে গোসল করতে নেমে ২ জন পর্যটক  নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে উদ্ধার তৎপরতা চালানো হয়। আজ সকালে কর্ণফুলি নদীতে নিখোঁজ দুই পর্যটকের লাশ ভেসে উঠে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner