গ্রাম বাংলা ১২ মে ২০২৪

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

বান্দরবান: আরাকান আর্মির গুলিতে বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি  সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছেন।রোববার (১২ মে) সকাল ৯টার সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে এঘটনা ঘটে।নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ব্যক্তির নাম আবুল কালাম (২৮)। তিনি নাইক্ষ‌্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বামহাতিরছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম সকালে প্রতিদিনের মতো বাংলাদেশ থেকে অবৈধ পথে মিয়ানমারের আরাকান আর্মির জন্য খাদ্য সামগ্রী নিয়ে সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে ছেলির ঢালা নামক এলাকা দিয়ে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভিতরে প্রবেশ করে। এতে সে দেশের বিদ্রোহী আরাকান আর্মির এক সদস্যর সঙ্গে অজানা কোনো এক বিষয় নিয়ে  কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করে দেয়। এতে তাৎক্ষণিক তার মৃত্যু হয়।নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান,রোববার সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাম হাতির ছড়ার একজনকে মিয়ানমার সীমান্তে ওপারে গুলি করে হত্যা করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner