নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
মানিকগঞ্জ: জেলার ঢাকা-আরিচা মহাসড়কের বোরো বোয়ালি ব্রিজের কাছে আজ ঢাকাগামী গার্মেন্টস কর্মী বহনকারী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।বরংগাইল হাইওয়ে পুলিশের এস আই আনোয়ার হোসেন জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে গার্মেন্টস কর্মী বহনকারী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন গার্মেন্টস নারী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুইজন উথুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মানিকগঞ্জ সদর ২৫০ শয্যা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।