গ্রাম বাংলা ২১ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় ফেরিতে ট্রাকের ধাক্কায় নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়।এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২০ ডিসেম্বর) রাতে ধলেশ্বরী মাঝনদীতে এ ঘটনা ঘটে।পরে একে একে তাদের লাশ উদ্ধার করা হয়।নিহত তিন জন হলেন- মোটরসাইকেল আরোহী রফিক, রিকশাভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদ রানা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলি নরসিংপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে মাঝনদীতে আসে।এ সময় হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে সামনের দিকে এগোতে থাকে।এ সময় সামনে থাকা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি ঠেলে নিয়ে ফেরির নিরাপত্তা রেলিং ভেঙে ট্রাকটি পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে যানবাহনগুলো পানিতে তলিয়ে যায়।এ সময় ট্রাকচালক সাঁতরে তীরে উঠে যায়।তবে ভ্যানচালকসহ বাকিরা নিখোঁজ ছিল।খবর পেয়ে ফায়ার সার্ভিস,নৌ পুলিশ ও ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে।পরে দিবাগত রাতে তিন জনের লাশ উদ্ধার করা হয়।আরও জানা যায়,এ ঘটনার পর পর রফিককে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।অন্যদিকে দিবাগত রাত ২টার দিকে নদী থেকে বাকি দুই জনের লাশ উদ্ধার করা হয়।

বক্তাবলি নৌ-পুলিশ ফাঁড়ির ওসি রকিবুজ্জামান বলেন,কোনও কারণে মাঝনদীতে হঠাৎ করে ওই ট্রাকটি চালু হয়ে যায়।ট্রাক চালক স্টিয়ারিং এ বসে থাকলেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি।এ সময় ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়।এ ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলেন। পরে তাদের উদ্ধারে অভিযান শুরু করে।ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, এ ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। রবিবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হবে। এ ঘটনায় আরও কেউ নিখোঁজ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।এ ছাড়া ডুবে যাওয়া যানবাহনগুলোর উদ্ধারকাজ আগামীকাল শুরু হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner