গ্রাম বাংলা ১৮ ফেব্রুয়ারী ২০২৪

মির্জাপুরে অটোরিক্সা ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

টাঙ্গাইল:  টাঙ্গাইলের মির্জাপুরে আজ সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার চালকসহ চারজন নিহত হয়েছেন।রোববার বিকেলে গোড়াই-সখীপুর উপজেলা আঞ্চলিক সড়কের তেলিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময়  সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।দুর্ঘটনায় নিহতরা হলেন, অটোরিক্সা চালক বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (২৫), একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩৫) , গায়রাবেতিল আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন (৪০) এবং উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩০)।জানা গেছে, সখীপুর থেকে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়ক দিয়ে সিএনজি চালিত একটি অটোরিক্সা তিনজন যাত্রী নিয়ে বাঁশতৈলের দিকে আসার সময় মির্জাপুর উপজেলার তেলিপাড়া নামক স্থানে সখীপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে অটোরিক্সার চালক নাজমুল ইসলাম মারা যান। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ও বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হুমায়ুন কবীর জানান, পিকআপ ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner