গ্রাম বাংলা ১২ ফেব্রুয়ারী ২০২৪

নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

নওগাঁ:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। এরপর ফলাফল ঘোষণা। ফলে কে পড়বে জয়ের মালা তা নিয়ে উৎসুক জনতাসহ স্ব-স্ব প্রার্থীরা আছেন মহাটেনশনে।এর আগে সকাল ৮টা থেকে দুই উপজেলার বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। প্রতিটি ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীর প্রতীকে নিজেদের ভোট প্রদান করেছেন। অনেক দিন পর ভোট পেয়ে ভোটাররা উৎসবমুখর ও আনন্দে ভোট প্রদান করছেন। ভোটের পরিবেশ সুন্দর রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল চোখে পড়ার মতো।অপরদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ করতে গ্রহণ করা হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এ আসনে ভোটের মাঠে নৌকা প্রতীক নিয়ে লড়েছেন আওয়ামী লীগ প্রার্থী শহীদুজ্জামান সরকার, ট্রাক প্রতীকের আখতারুল আলম, ঈগল প্রতীকের মেহেদী মাহমুদ রেজা ও লাঙ্গল প্রতীকের তোফাজ্জল হোসেন।নওগাঁর জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা গোলাম মওলা বলেন, ধামইরহাট উপজেলায় ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫ জন। নির্বাচনে ৫৩ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৩০৪ জন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ৬০৮ জন এবং ৫৩টি ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ২৯১ এবং অস্থায়ী ১৩টি। অপরদিকে পত্নীতলা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭জন। নির্বাচনে ৭১ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৪০২জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ৮০৪ জন এবং ৭১টি ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪০২ এবং অস্থায়ী ২৮টি। ভোটগ্রহণের জন্য মোট ৮৩০ জন কর্মকর্তা নিয়োজিত ছিল। এদের মধ্যে ১২৪ জন প্রিসাইডিং অফিসার এবং ৭০৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner