গ্রাম বাংলা ০২ ডিসেম্বর ২০২৪

গফফার বিশ্বাস ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

post

খুলনা প্রতিনিধিঃ খুলনায় আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আর্থিক অনুদান প্রদান ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় মহানগরীর একটি আভিজাত্য হোটেলে ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় দু'জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস ফাউন্ডেশনের সভাপতি তাহেরা খাতুন আপেল বিশ্বাসের সভাপতিত্বে ও মোঃ লিয়াকত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের খুলনা জেলা কমিটির সভাপতি সমরেশ চন্দ্র সাহা।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ লিয়াকত হোসেন, মোঃ আগার হোসেন বিশ্বাস, আনোয়ারুল হক স্বাধীন, ইসমাইল হোসেন বাবু, লাকি আজীম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সালাহ উদ্দিন জুয়েল, মোঃ রবিউল ইসলাম, মোঃ সাইদুর রহমান (বাবু), মোঃ আনোয়ারুল হক স্বাধীন, মোঃ তরিফুল ইসলাম নিউটন মোঃ  সহিদুল ইসলাম, মোঃ সাইদুর রহমান সুজন, মোঃ ইব্রাহিম শেখ ও শংকর রায়সহ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner