মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ যানজটমুক্ত ও সুশৃঙ্খল নগরী গড়তে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) গ্রহণ করেছে ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এক উদ্যোগ। এবার ইজিবাইক চালকদের সড়ক সচেতনতামূলক প্রশিক্ষণের আওতায় আনছে কেএমপি, যা নগরীর পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে চলেছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে কেএমপি’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় ইজিবাইক চার্জিং পয়েন্ট মালিক ও চালকদের নিয়ে মতবিনিময় সভা। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। অংশ নেন নগরীর ৩০০ চার্জিং পয়েন্ট মালিক এবং ১৫০ জন ইজিবাইক চালক।
সভায় ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায় ভিডিও চিত্র ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন ইজিবাইক চালকদের করণীয় ও বর্জনীয়। ট্রাফিক আইন, যাত্রী নিরাপত্তা, সঠিক গতি ও পার্কিং নিয়ম নিয়ে বাস্তব উদাহরণভিত্তিক আলোচনা প্রশংসা কুড়ায় অংশগ্রহণকারীদের।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বলেন, আমরা চাই খুলনাবাসীকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে যানজটমুক্ত একটি শহর উপহার দিতে। নিয়ম মেনে চললে ইজিবাইক থাকবে, কিন্তু যানজট থাকবে না।”
তিনি জানান, প্রাথমিকভাবে ৫,৪৮১ জন ইজিবাইক চালককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। ভবিষ্যতে এ উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
চার্জিং পয়েন্ট মালিক ও চালকদের অনেকেই কেএমপি’র এই উদ্যোগকে ‘সময়ের দাবি’ ও ‘জনস্বার্থে সাহসী পদক্ষেপ’ বলে অভিহিত করেন। তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে চালকদের মধ্যে শৃঙ্খলা ও সচেতনতা আসবে, যা নগর পরিবহনে বড় ইতিবাচক প্রভাব ফেলবে।
সভায় কমিশনার স্পষ্টভাবে জানান, ইজিবাইক নগরবাসীর জন্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যানবাহন— তবে এর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত না করলে এটি দুর্ভোগে পরিণত হতে পারে। সেজন্যই প্রশিক্ষণ ও নিয়মানুবর্তিতা এখন সময়ের চাহিদা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন ও ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহসহ ট্রাফিক বিভাগ ও প্রশাসনিক কর্মকর্তারা।
খুলনার যানজট এখন আর কেবল রাস্তায় দাঁড়িয়ে থাকা নয়— বরং একটি পরিকল্পিত সমাধানের পথে। এই প্রশিক্ষণ কার্যক্রম চালকদের যেমন সচেতন করবে, তেমনি নগর ব্যবস্থাপনায় আনবে কাঙ্ক্ষিত শৃঙ্খলা। কেএমপি’র এই ‘অভিযান’ নগর উন্নয়নে এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। সচেতনতা ও নিয়ম মানলেই ইজিবাইক হবে জনবান্ধব পরিবহন – আর খুলনা পাবে যানজটমুক্ত এক নতুন নগরী।