গ্রাম বাংলা ০৭ এপ্রিল ২০২৪

খুলনায় কার্গো জাহাজডুবি, নিখোঁজ ২

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

খুলনা: খুলনায় রূপসা নদীতে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। আজ রোববার দুপুরে ঘটা এ ঘটনায় ওই জাহাজের দুইজন নিখোঁজ রয়েছেন।রুপসা নব পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্ট গার্ডের পৃথক তিনটি টিম রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। এ ছাড়া তল্লাশি চালিয়ে নিখোঁজ দুইজনের সন্ধানও মেলেনি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে নদীর পাশে বসে ছিলাম। এ সময় হঠাৎ দেখি একটি জাহাজ রূপসা রেলসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। কিছু মানুষ সাঁতরে উঠলেও শুনেছি দুইজন নিখোঁজ রয়েছেন।নিখোঁজ দুইজন হলেন- জাহাজের বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত। জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের দুইজন নিখোঁজ রয়েছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner