মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনা জাতীয় নাগরিক কমিটির সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ত্রাসমুক্ত খুলনা গড়ে তোলার আন্তরিক প্রয়াসে বৃহস্পতিবার দুপুর দুইটায় কেএমপির হল রুমে মতবিনিময় করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলি হায়দার ।
মতবিনিময়কালে মাদক, সন্ত্রাস, বিট পুলিশিং কার্যক্রম, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ, ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
এ সময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে জাতীয় নাগরিক কমিটির পক্ষে আহম্মদ হামীম রাহাত বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর নতুন সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হওয়ার সুযোগ সৃষ্টির পর এতদিনেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূল না হওয়া, মাদক ও জুয়ার বিস্তার, সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। একই সাথে কিশোর গ্যাং দৌরাত্ম বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বেসামাল হয়ে পড়েছে। এতে ছিনতাই, খুন ও রাহাজানি বেড়ে যাওয়ায় সচেতন মহল উদ্বিগ্ন। এসময় খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে পুলিশকে আরও বেশি সক্রিয় হওয়ার দাবি জানান সাংবাদিকরা।
এসময় পুলিশ কমিশনার জুলফিকার আলি হায়দার বলেন, খুলনাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে। এক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটির সহযোগিতা প্রয়োজন। এসময় তিনি জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দকে পুলিশকে সহযোগিতার করার আহবান জানান।
মতবিনিময় সভায় কেএমপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আহসান হাবীব, সহকারী পুলিশ কমিশনার ত. ম. রোকনুজ্জামান।
নাগরিক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, আহম্মদ হামীম রাহাত, এ্যাড মইনুল ইসলাম জীবন, ফরিদ পাঠান, এম সাইফুল ইসলাম,মেনান মুশফিক, হাসিবুর রহমান, জায়েদুর রহমান, শরীফ আশরাফুল হাবিব সাজিদ, আলী হাসান, আশিক হাসান রাতুল, শারমিন সুলতানা হীরা, রাবেয়া খাতুন, শেখ কামালউদ্দিনন, মাকসুদা ইয়াসমিন, মাসুম হোসেন বাকি, মোঃ নুরুজ্জামান তুহিন, মো আরিফুজ্জামান, ডাঃ বরকত আলী, মোঃ ইমন ও মোঃ হাবিবুল্লাহ প্রমূখ।