নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
পিরোজপুর: পিরোজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এতে হাজার হাজার গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। আজ রোববার (৭ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত এই ১০ মিনিট তাণ্ডব চালায় বৈশাখী ঝড়।এতে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সাথে বরিশালের সড়ক যোগাযোগসহ বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগও বন্ধ রয়েছে। শত শত কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।এ সময় সদর উপজেলার মরিচাল এলাকার রুবি নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এসময় তার শিশু সন্তান গুরুতর আহত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত রুবি নামের ১ জনের মৃত্যুর খবর পেয়েছি। শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যাবস্থা করা হয়েছে। নিহত ব্যাক্তির পরিবারকে সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলে জানান তিনি। জেলা প্রশাসক জানান, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে পরে জানানো হবে।