বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলাধীন রামপাশা ইউনিয়ন শাখার ৭নং ওয়ার্ড শাখার ২০২৪-২৫ সেশনের কাউন্সিল গত ২৭শে নভেম্বর ২০২৪ বুধবার বাদ আছর পালের চক নতুন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ শুয়াইবুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ সাব্বির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালের চক নতুন জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলান হাবিবুর রহমান যুক্তিবাদি, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ (স্পেন) এর প্রেস সচিব, হাফিজ শাহ জাহান, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক হাফিজ রাকিব আলী, ক্বারি সাহেদুজ্জামান শিমু, রামপাশা ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক, খাইরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হাফিজ আহমদ তুহিনকে সভাপতি ও মারুয়ান আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি হাফিজ নিজামুল হক, সহ সাধারণ সম্পকদক মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ সামাদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ক্বারি কামরান আহমদ, প্রচার সম্পাদক হাফিজ আজিমুর রহমান,সহ প্রচার সম্পাদক মোঃ নাজমুল অর্থ সম্পাদক হাফিজ বিলাল হোসেন, অফিস সম্পাদক মোঃ ইসমাইল, প্রশিক্ষণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক মিজানুর রহমান, থ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুর রহমান,
সদস্য - নূর আমিন, স্বাধীন আহমদ, রাফি আহমদ, রাহিম আহমদ, শাফি আহমদ , তুহিন আহমদ, সাইফ, জালাল আহমদ, সাইদুর রহমান, সালমান আহমদ, ছাদিকুর রহমান, ফাহিম আহমদ, ছাইফ আহমদ, জাহিদ আহমদ, মিনহাজ আহমদ, রুহান আহমদ, মিরাজ আহমদ।