কমিউনিটি ২৯ নভেম্বর ২০২৪

চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে বাংলাদেশ দূতাবাসের সামনে বৃটেনের সনাতনী হিন্দুসম্প্রদায়ের বিক্ষোভ

post

২৬ নভেম্বরমঙ্গলবার ২০২৪বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীকে মিথ্যা মামলার আসামী করে আটকের প্রতিবাদে লণ্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বৃহত্তর লন্ডনের সনাতনী সম্প্রদায়েরসদস্যবৃন্দ। কর্মদিবসে তাৎক্ষণিক ছুটি নিয়ে দলে দলে বিক্ষোভ সমাবেশে যোগ দেন লন্ডনের বিভিন্ন হিন্দু সংগঠনের সদস‍্যবৃন্দ।

'চিন্ময় প্রভু জেলে কেন?' 'চিন্ময় প্রভুর মুক্তি চাইসহ হিন্দুদের আটদফা দাবীর সমর্থনে শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল ২৮ কুইনস্ গেইট এলাকা। সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা চিন্ময় প্রভুর নি:শর্ত মুক্তিহিন্দুসম্প্রদায়ের উপর অত্যাচারনিপীড়ন বন্ধ আট দফা ন্যায্য দাবী অনতিবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি দাবী জানান। বক্তারা সতর্কবানীতে বলেনসনাতনী হিন্দুসম্প্রদায়ের উপর নৃশংস অত্যাচার অব্যাহত থাকলে সারা বিশ্বজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য যে সমাবেশের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে হাই কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করেন।

প্রেস বিজ্ঞপ্তি:  

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner