কমিউনিটি ২৮ জুন ২০২৫

ইউকেবাংলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

post

প্রেস বিজ্ঞপ্তি: ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি রিপোর্টারদের সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি'র আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫। পূর্ব লন্ডনের নিউহ্যাম লেজার সেন্টারে আয়োজিত এ প্রতিযোগিতা ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।

 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যাডমিন্টন শুধুমাত্র একটি খেলাই নয়, এটি শরীর ও মন উভয়ের জন্যই উপকারী। এটি হৃদরোগের ঝুঁকি কমায়, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, পেশি ও হাড়ের শক্তি বাড়ায় এবং মানসিক চাপ প্রশমনে সহায়তা করে।

তারা আরও বলেন, যুবসমাজকে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশেষ করে মাদকমুক্ত সমাজ গড়তে হলে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

 প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু।

 অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের সাবেক চেয়ারম্যান রহিমা রহমান এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-সভাপতি জামাল আহমদ খান।

 অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আনসার আহমদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, আব্দুল বাছির, শামীম আশরাফ, আব্দুল মুমিন, আলমগীর হোসেন, আব্দুল মুনিম, জাকির হোসেন, আলা উদ্দিন, দিলোয়ার হোসেন প্রমুখ।

 এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন দিলোয়ার ও আক্কাস জুটি। বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner