নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় রেলের পরিত্যক্ত বগিতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ড হয়।বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক।আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান গণমাধ্যমকে জানান, রেলের পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ও বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র তাৎক্ষণিকভাবে জানা যায় নি।এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর দামপাড়া ওয়াসা এলাকায় ম্যাক্স জেভি নামে একটি নির্মাতা প্রতিষ্ঠানের সাইটে আগুন লাগে।