নেত্রকোণা হাওরাঞ্চল প্রতিনিধি ঃনেত্রকোণার মদনে ধর্ম অবমাননা ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো অভিযোগে সোমবার গভীর রাতে ফাহাদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে সোমবার রাত আনুমানিক ৩ টার দিকে মদন বাজার এলাকার তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে করা হয়।
ফাহাদ উপজেলা মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের সম্রাটে মিয়ার ছেলে। তারা দীর্ঘদিন ধরে মদন পৌর শহরের মদন বাজার এলাকায় বসবাস করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফাহাদ "বঙ্গ টাইমস" নামের একটি ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরনের সংবাদ উপস্থাপন করে থাকে। সম্প্রতি এই আইডিতে
হিন্দু ধর্মের দেবতার ছবি বাথরুমে ফেলে হারপিক ঢেলে ভিডিও প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত ভিডিওটি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এ ঘটনায় মদন থানার এস আই আব্দুল্লাহ আল রাহিদ বাদী হয়ে মঙ্গলবার ফাহাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ধারায় মামলা দায়ের করেন।
পুলিশ আরও জানায়, " বঙ্গ টাইমস" এর সম্পাদক দাবি করে তার ফেসবুক আইডির সম্পাদক পরিচয়ে দিয়ে সাংবাদিক নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।
মদন থানার ওসি শামসুল আলম শাহ্ জানান, ধর্ম অবমাননা অভিযোগে ফাহাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে নেত্রকোণার আদালতে পাঠানো হয়েছে।