ইন্টারফেইথ ফোরাম টাওয়ার হ্যামলেটস্ এর পক্ষে সুফিয়া আলম ও রেভ জেমস ওলানিপেকুন, এবং টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র লুৎফর রহমান ইস্ট সাসেক্স এর পিসহ্যাভেনে মসজিদে হামলার ঘটনায় এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তারা বলেন, “ইস্ট সাসেক্সের পিসহ্যাভেনে মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এই হামলাকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে।
“আমরা স্থানীয় কমিউনিটির পাশে আছি এবং এই হামলা ও সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার কারণে যারা মানসিকভাবে প্রভাবিত হয়েছেন, তাদের প্রতি আমাদের সমর্থন জানাই।"
তাঁরা বলেন, “টাওয়ার হ্যামলেটসে আমরা গর্বিত যে এটি দেশের অন্যতম বৈচিত্র্যময় বরো। আমাদের কমিউনিটির ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি - যেমন টেনশন মনিটরিং গ্রুপ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং ‘নো প্লেস ফর হেইট’ ফোরাম—যাতে পূর্ব লন্ডনের মুসলিম সম্প্রদায় এই সময়ে সমর্থন অনুভব করেন।
“এই হামলা মুসলিম ও ইহুদি কমিউনিটি এবং তাদের উপাসনালয়কে লক্ষ্য করে সাম্প্রতিক উদ্বেগজনক সহিংস ঘটনার ধারাবাহিকতা, যা আমাদের দেশে ইসলামবিদ্বেষী ও ইহুদিবিদ্বেষী অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে ঘটছে।"
“বিভাজনের চেষ্টা চললেও, আমরা ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ" উল্লেখ করে তাঁরা আরো বলেন, “আগামী সপ্তাহে ‘হেইট ক্রাইম অ্যাওয়ারনেস উইক’ শুরু হচ্ছে, এবং আমরা আমাদের অংশীদারদের সঙ্গে একত্রে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করব, যেখানে কমিউনিটির মধ্যে সংলাপ ও সংযোগের সুযোগ সৃষ্টি হবে। আমরা আমাদের সকল কমিউনিটিকে একত্রিত হওয়ার, একে অপরের পাশে দাঁড়ানোর এবং ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”
সুফিয়া আলম ও রেভ জেমস ওলানিপেকুন, ইন্টারফেইথ ফোরাম এবং লুৎফর রহমান, নির্বাহী মেয়র, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল