গ্রাম বাংলা ২৮ ফেব্রুয়ারী ২০২৫

ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নিহত

post

জেলায় ট্রাক চাপায় সব্যসাচী রায় (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার বিষয়খালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সব্যসাচী রায় যশোরের মনিরামপুর উপজেলার ব্রহ্মপুত্র গ্রামের বিমল রায়ের ছেলে।মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া জানান, সব্যসাচী রায় এনজিও কর্মী ছিলেন।তিনি  ঝিনাইদহ যাওয়ার পথে বিষয়খালি গুচ্ছগ্রামের কাছে পৌঁছলে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এঘটনায় ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner