গ্রাম বাংলা ০৪ জানুয়ারী ২০২৫

সাতক্ষীরার দেবহাটায় ৩টি পিস্তল ও গুলিসহ এক যুবক গ্রেফতার

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

সাতক্ষীরা: জেলার দেবহাটায় শুক্রবার গভীর রাতে ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর।এর আগে শুক্রবার রাত  সাড়ে ১২টায় দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।আটক যুবক দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর পুত্র মোঃ আসাদুল গাজী।পুলিশ সুপার প্রেস ব্রিফিং এ জানান, সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে কয়েকজন দুষ্কৃুতিতকারী অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি টিম সেখান অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে থাকা দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করলে পুলিশ আসাদুল গাজীকে আটক করতে সক্ষম হলেও অন্য যুবক পালিয়ে যায়। এরপর আটক আসাদুল গাজীর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল ও তার জিন্সের জ্যাকেটের দুই পকেটের ভিতর থেকে আরো দুটিসহ মোট ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস আই আহম্মাদ কবির বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন । 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner