কমিউনিটি ২৩ জুলাই ২০২৫

শিশুদের সাঁতার শেখানোর জন্য বি ওয়েল — এর গ্রীষ্মকালীন সাঁতার কোর্স

post

সামারের লম্বা ছুটিতে আপনার শিশুকে সাঁতার শেখানোর অবারিত সুযোগ করে দিয়েছে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের লেজার সার্ভিসেস ‘বি ওয়েল’। 

মাত্র ৫ দিনের এই কোর্স সাঁতারের প্রতি আপনার শিশুর আত্মবিশ্বাস এবং দক্ষতা বাড়াতে বিশেষভাবে সহযোগিতা করবে। বি ওয়েল এর দক্ষ প্রশিক্ষকরা প্রতিদিন আধা ঘন্টা করে প্রশিক্ষণ দেবেন। 

ইয়র্ক হল, টিলার, পপলার বাথস এবং মাইল এন্ড বি ওয়েল এ  আগামী ২৮ জুলাই, ৪ অগাস্ট, ১১ অগাস্ট এবং ১৮ অগাস্ট থেকে এই কোর্স শুরু হবে। ৪ বছর বয়স থেকে বাচ্চারা এখানে ভর্তি হতে পারবে। আলাদা আলাদা গ্রুপে ভাগ করে বি ওয়েলের দক্ষ প্রশিক্ষকরা তাদেরকে সাঁতার শেখাবেন। প্রতি সেশনের জন্য আপনাকে মাত্র ৬ পাউন্ড ৩২ পেন্স পরিশোধ করতে হবে। আসন একেবারেই সীমিত। তাড়াতাড়ি যোগাযোগ করুন। বি ওয়েলের সাইটে (https://be-well.org.uk/summer-swimming-crash-courses/) গিয়ে এ বিষয়ে আরো তথ্য পাবেন।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner