টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সার্বিক ব্যবস্থাপনায় এবারের মেয়র্স কাপ ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩০ অগাস্ট থেকে। ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী দলগুলোকে দ্রুত নাম তালিকাভুক্ত করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং স্পোর্টিং পার্টনার গুলোর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
কাউন্সিলের জনপ্রিয় মেয়র্স কাপ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টে ছেলে, মেয়ে, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং প্রাপ্তবয়স্ক মহিলারা আলাদা আলাদাভাবে বিভিন্ন বিভাগে অংশ নিতে পারবেন।
আগামী ৩০ অগাস্ট, শনিবার থেকে ২১ সেপ্টেম্বর রোববার, এই চার সপ্তাহান্তে এই টুর্নামেন্ট চলবে। টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের দ্রুত নাম তালিকাভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। নাম তালিকাভুক্ত সহ অন্যান্য তথ্যের জন্যে কাউন্সিলের ওয়েবসাইট (www.towerhamlets.gov.uk/lgnl/leisure_and_culture/sport_and_physical_activity/Mayors-Cup/The-Mayors-Cup.aspx) ভিজিট করুন।