কমিউনিটি ২৩ জুলাই ২০২৫

স্কুল ইউনিফর্ম এর জন্য আবেদন করতে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের প্রতি আহবান

post

টাওয়ার হ্যামলেটসে আগামী সেপ্টেম্বর থেকে যেসব শিশু—কিশোর প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল শুরু করবে, তাদের স্কুল ইউনিফর্ম কেনার জন্যে আর্থিক অনুদানের আবেদন গ্রহণ করছে কাউন্সিল।

স্কুলের ইউনিফর্ম ক্রয় বাবদ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য ৫০ পাউন্ড এবং সেকেন্ডারী স্কুলের শিক্ষার্থীর জন্য ১৫০ পাউন্ড অনুদান প্রদান করবে কাউন্সিল। এই প্রকল্পের অধীনে বারার অন্তত ৭ হাজার পরিবার প্রতি বছর আর্থিকভাবে উপকৃত হন।  

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাসিন্দা এবং যেসব পরিবারের সর্বোচ্চ ৫০ হাজার ৩শ ৫০ পাউন্ড আয় রয়েছে তারা তাদের সন্তানদের জন্য স্কুল ইউনিফর্ম গ্রান্টের আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ শে সেপ্টেম্বর ২০২৫। আবেদনের সময় প্রম্নফ অব ইনকাম বা আয়ের উৎস বা প্রমাণ দাখিল করতে হবে। কারা আবেদন করতে পারবেন, আবেদনপত্র, আবেদনের পুরো প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য কাউন্সিলের ওয়েবসাইট থেকে (www.towerhamlets.gov.uk/lgnl/advice_and_benefits/benefits/School-clothing-grants.aspx) খুব সহজেই জেনে নিতে পারবেন। 


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner