আগামী ৪ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ভোট দিতে হলে আপনাকে অবশ্যই ভোটার তালিকায় নিবন্ধিত হতে হবে। আর নিবন্ধনের জন্য আগামী মঙ্গলবার ১৮ জুন মধ্যরাতের মধ্যে আবেদন করতে হবে। www.gov.uk/register-to-vote — এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য পাবেন এবং প্রক্রিয়াটি সম্পন্ন করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে।
নিশ্চিত প্রার্থীদের তালিকা এবং বেথনাল গ্রিন এন্ড স্টেপনি এবং পপলার এন্ড লাইমহাউস নির্বাচনী এলাকার জন্য ভোট কেন্দ্রের অবস্থানগুলি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইটে (www.towerhamlets.gov.uk/lgnl/council_and_democracy/elections__voting/Election-2024/General-Election-2024.aspx) প্রকাশিত হয়েছে, যেখানে আপনি নির্বাচনের সম্পূর্ণ সময়সূচীও দেখতে পারেন।
অনুগ্রহ করে মনে রাখবেন যে, ৪ জুলাই ভোটকেন্দ্রে গিয়ে ব্যক্তিগতভাবে ভোট দিতে আপনাকে যেকোন স্বীকৃত একটি ফটো আইডি সাথে আনতে হবে।