লন্ডন ইয়ুথ গেমস এর চূড়ান্ত পূর্বের ক্রীড়া উৎসবে অসাধারণ সাফল্য অর্জন করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।
গত ৪ থেকে ৬ জুলাই কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে অনুষ্ঠিত লন্ডন ইয়ূথ গেমস এর ফাইনালে জুবিলি ট্রফি র্যাঙ্কিংয়ে এই সাফল্য অর্জন করে অংশগ্রহনকারীরা।
৩৭ টি প্রতিযোগিতায় এ বছর প্রায় ১০ হাজার প্রতিযোগী অংশ নেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সেরা ২৪ টি পয়েন্ট স্কোরিং প্রতিযোগিতায় অংশ নিয়ে সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করে জুবিলী ট্রফি অর্জন করে। মোট ৭৮৫ জুবিলি পয়েন্ট সংগ্রহ করায় টিম টাওয়ার হ্যামলেটস ট্রফি র্যাঙ্কিংয়ে সম্মানজনক ১৩ তম স্থান অর্জন করে।
চলতি বছর ২৭টি স্পোর্টসে অংশগ্রহণ করে টিম টাওয়ার হ্যামলেটস, যা বারার তরুণ ও যুবকদের শারীরিক—মানসিক বিকাশে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে।
লন্ডন ইয়ুথ গেমস এর একাধিক ইভেন্টে অংশ নিয়ে টাওয়ার হ্যামলেটসের খেলোয়ারদের অসাধারণ অর্জনের মধ্যে হচ্ছে, ব্যাডমিন্টনে রৌপ্য নিয়ে দ্বিতীয় অবস্থান, কায়াক স্প্রিন্টে রৌপ্য নিয়ে দ্বিতীয় অবস্থান, কায়াক সালোমে ব্রোঞ্জ নিয়ে তৃতীয় অবস্থান এবং মহিলা টেবিল টেনিসে ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থান লাভ করে।
কাউন্সিলের কালচার এন্ড রিক্রিয়েশন বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মোহাম্মদ কামরুল হোসাইন বলেছেন, “লন্ডন ইয়ুথ গেমসের ফাইনাল ফেস্টিভালে অংশ নিতে পেরে আমি আনন্দিত। টাওয়ার হ্যামলেটস থেকে অংশগ্রহনকারী সকলকে এবং যারা চমৎকার পারফরম্যান্স দেখিয়ে ট্রফি ও মেডেল জয় করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তারা টাওয়ার হ্যামলেটসবাসীকে গর্বিত করেছেন।”
রাণী দ্বিতীয়