টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এমপ্লয়মেন্ট এবং স্কিল সার্ভিস ‘ওয়ার্কপাথ’ এখন হোয়াইটচ্যাপেলের টাউন হলে স্থানান্তরিত হয়েছে, এবং ক্যানারি ওয়ার্ফের এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলস সেন্টার বন্ধ হয়ে গেছে।
সব পরিষেবা স্বাভাবিক ভাবেই চলবে। যদি আপনি এই সার্ভিসে নিবন্ধিত হন, তাহলে আপনার পরামর্শদাতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। অন্যথায় workpath@towerhamlets.gov.uk—এ ইমেইল করুন অথবা ০২০ ৭৩৬৪ ৩৭২৭ নম্বরে কল করুন।
আরও তথ্য জানতে ভিজিট করুনঃ www.towerhamlets.gov.uk/lgnl/jobs_and_careers/employment_and_training_initia/Workpath/WorkPath.aspx