মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনায় নারী ও কিশোরীদের তথ্যপ্রবেশাধিকার ও নিরাপত্তা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকালে শহরের একটি অভিজাত হোটেলে এই সভার আয়োজন করে ধ্রুব এলায়েন্স—যার আওতায় রয়েছে ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকে এবং দৈনিক প্রবাহ।
এই কর্মসূচিটি কলাবরেশন ল্যাব প্রজেক্ট (রাউন্ড ৩) এর অংশ হিসেবে দ্য ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
সভায় খুলনা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন তরুণী ও নারীর অংশগ্রহণে নারী সুরক্ষা, তথ্যের অধিকার, নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সভার উল্লেখযোগ্য অংশ ছিল— নারী ও কিশোরীদের মধ্য থেকে সাত সদস্যের একটি কমিউনিটি ফোরাম গঠন।
এলায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক-এর দিকনির্দেশনায় এবং এডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনায় উপস্থিত ছিলেন ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকে এবং দৈনিক প্রবাহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই ফোরাম ভবিষ্যতে তথ্য অধিকার ও নারী নিরাপত্তা বিষয়ে কার্যকর ভুমিকা রাখবে।