এবারের সামার হলিডে বা গ্রীষ্মকালীন ছুটি শুরু হতে আর বেশিদিন বাকি নেই। সামার হলিডেকে সামনে রেখে শিশু—কিশোরসহ পরিবারের সবার আনন্দ—বিনোদনের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে পুরো বারাজুড়ে এক হাজারের বেশি ইভেন্টস বা এক্টিভিটিস এর আয়োজন করা হচ্ছে।
সামার অব ফান ২০২৫ প্রোগ্রামের অংশ হিসেবে বারার বিভিন্ন পার্ক, খোলা জায়গা ও হলে খেলাধুলা থেকে শুরু করে কারুশিল্প, প্রদর্শনী, কর্মশালা সহ নানা আয়োজন থাকবে। এসব অনুষ্ঠান সবার জন্যে উন্মুক্ত এবং ফ্রি।
সামার ফান ডে প্রোগ্রামে বারার সব বয়সী বাসিন্দা অংশ নিয়ে বারার বিভিন্ন সুযোগ সুবিধা উপভোগের পাশাপাশি টাওয়ার হ্যামলেটসে তাদের ভালোবাসার বা ভালোলাগার সেরা বিষয়টি সম্পর্কে জানার বা জানানোর সুযোগ পাবেন।
টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র এবং এডুকেশন, ইয়ূথ এন্ড লাইফলং লার্নিং বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মাইয়ূম তালুকদার বলেছেন, “এবারের সামার হলিডে বা গ্রীষ্মকালীন ছুটি চলাকালীন সময়ে শিশু—কিশোরসহ পরিবারের সবাই মিলে বারায় ব্যাপক আকারের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠামালায় অংশ নিয়ে সামাজিকতা সহ নতুন কিছু করার বা শেখার এবং শারীরিক এক্টিভিটি করাসহ আরো নানা সুযোগ পাবেন।”
তিনি আরো বলেন, “শত শত এক্টিভিটিস এর মধ্যে নিজের সুবিধা ও পছন্দ অনুযায়ী যে কোনোটিতে অংশ নেওয়ার জন্যে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।”
সামার ফান ২০২৫ অনুষ্ঠানসূচীর উল্লেখযোগ্য কয়েকটিঃ
সামার ফান রিডিং চ্যালেঞ্জঃ পুরো বারাজুড়ে চলা রিডিং চ্যালেঞ্জ বা বই পড়ার প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন ধরনের বই পড়ে স্ট্যাম্প সংগ্রহের মাধ্যমে পুরস্কার প্রাপ্তির তালিকায় নাম অন্তর্ভূক্ত করতে পারবেন।
টাওয়ার হ্যামলেটসে ৯ শ’ বছরের পাবলিক ট্রান্সপোর্ট ইতিহাসঃ টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরী এন্ড আর্কাইভসে টাওয়ার হ্যামলেটসে ৯শ’ বছরের পুরনো পাবলিক ট্রান্সপোর্টের ইতিহাস প্রদর্শিত হবে। এখানে অংশ নিয়ে লাল বাস এবং ট্রেনের ইতিহাস সম্পর্কে জানা যাবে। এর বাইরেও ট্রান্সপোর্ট বিষয়ক বিনোদনমূলক নানা অনুষ্ঠান হবে। সেখানেও যোগ দিতে পারেন।
খেলাধুলা এবং স্বাস্থ্য সম্মত জীবন-যাপনঃ খেলাধুলা এবং স্বাস্থ্যসম্মত জীবন বা স্পোর্টস এন্ড হেলদি লিভিং ডে হবে ভিক্টোরিয়া পার্কে। তাতে বারার বাসিন্দারা অংশ নিতে পারেন।
ইয়ং টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটস ইয়ূথ সার্ভিসের পক্ষ থেকে বারার পার্ক এবং অন্যান্য খোলা জায়গায় অন্তত ৮টি ইভেন্ট হবে। যেখানে শিশু—কিশোরসহ পরিবারের সবার জন্য ইনফ্ল্যাটেবল এক্টিভিটিস, বাঞ্জি রান বা বাউন্সি ক্যাসল সহ নানা আয়োজন থাকবে।
এছাড়াও ইয়াং টাওয়ার হ্যামলেটস-এর পক্ষ থেকে কিশোর-কিশোরীদের জন্যে বারার বিভিন্ন ইয়ূথ সেন্টারে কর্মশালা, ভ্রমণ এবং খেলাধুলাসহ শতশত ফ্রি এক্টিভিটিস থাকবে। এগুলোতে অংশ নিতে হলে কিশোর কিশোরীদের যে কোনো ইয়ূথ সেন্টারের সাথে যুক্ত হতে হবে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েব সাইটে সামার অব ফান ২০২৫ পাতায় গেলে আপনি দেখতে পাবেন এই সামার হলিডেতে অন্তত ১ হাজারের বেশি অনুষ্ঠান হচ্ছে বারাজুড়ে। এসব অনুষ্ঠান সম্পর্কে সব তথ্য, নাম তালিকাভুক্তি বা রেজিস্ট্রেশন প্রক্রিয়াসহ যে কোনো ধরনের তথ্য পাবেন কাউন্সিলের ওয়েব সাইটে (www.towerhamlets.gov.uk/News_events/Events/Summer_events.aspx)।