কমিউনিটি ২৮ জুন ২০২৫

হাউজিং সার্ভিস পরিচালনায় কি প্রভাব রাখতে চান?

post

কাউন্সিলের হাউজিং ম্যানেজমেন্ট সার্ভিস বা আবাসন ব্যবস্থাপনা সেবাকে একটি জবাবদিহীতার মধ্যে রাখতে চায় টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল। এ জন্যে কাউন্সিল তিনজন ভাড়াটে বা ট্যানেন্টস এবং একজন লিজহোল্ডার ভাড়াটে বা টেনেন্ট খোঁজছে - যাদেরকে নিয়ে একটি ট্যানেন্টস ভয়েস গ্রুপ বানানো হবে। এই গ্রুপটি প্রতি দু' মাস পরপর কাউন্সিলের হাউজিং ম্যানেজমেন্ট সার্ভিস বা আবাসন ব্যবস্থাপনা সেবার বিষয়ে নিরীক্ষা করবে বা জবাব চাইবে।

এই গ্রুপেরে সদস্যরা সিনিয়র অফিসারদের সাথে কাজ করবেন, কর্মক্ষমতার তথ্য পর্যালোচনা এবং রিপেয়ার্স বা মেরামত, এস্টেইট ব্যবস্থাপনা ও বাসিন্দাদের সাথে যোগাযোগসহ বিভিন্ন সেবার ধরন গঠনে সহযোগিতা করবেন।

আপনি অনলাইনে আগের মিটিংগুলোর সারাংশ পড়তে পারবেন, দেখতে পারবেন গ্রুপগুলো কি করছে। এ দলে যোগ দিতে হলে আগামী ১৮ অগাস্টের ভেতরে আবেদন করতে হবে। আবেদনের জন্যে টাওয়ার হ্যামলেটসের ওয়েবসাইট (www.towerhamlets.gov.uk/lgnl/housing/Council-Tenants-and-Leaseholders/Involving-and-engaging-our-communities/Tenants-Voice.aspx) ভিজিট করুন।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner