কমিউনিটি ১৬ অক্টোবর ২০২৫

‘নো প্লেস ফর হেইট’- টাওয়ার হ্যামলেটসে ঘৃণা মুক্ত সমাজ গঠনে বাসিন্দাদের অঙ্গীকার

post

ন্যাশনাল হেইট ক্রাইম অ্যাওয়ারনেস উইক বা ঘৃণা জনিত অপরাধ সম্পর্কে জনসচেতনতা সপ্তাহের অংশ হিসেবে গত ১৩ অক্টোবর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে অনুষ্ঠিত হয়েছে “নো প্লেস ফর হেইট – কমিউনিটি কনভারসেশন” শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। 

টাউন হলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং পেশাজীবীরা একত্রিত হয়ে ঘৃণা জনিত অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তারা হেইট ক্রাইম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং কিভাবে এসব অপরাধ রিপোর্ট করা যায় ও সহায়তা পাওয়া যায় সে বিষয়ে অংশগ্রহণকারীদের অবহিত করেন।

বক্তাদের মধ্যে ছিলেন কাউন্সিলর কেবিনেট মেম্বার ফর পাবলিক প্রোটেকশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এনফোর্সমেন্ট আবু তালহা চৌধুরী, এবং ১৭-২৪-৩০ চ্যারিটির সিইও ও প্রতিষ্ঠাতা মার্ক হিলি। এছাড়াও উপস্থিত ছিলেন এছাড়াও আরও উপস্থিত ছিলেন রিয়েল ডিজেবলড পিপল অ্যাডভোকেসি সার্ভিস আপাসেন এবং টাওয়ার হ্যামলেটস পুলিশের প্রতিনিধিরা।

সভায় অংশগ্রহণকারীরা একমত হন যে, বৈচিত্র্যময় ও সহনশীল এই বরোতে ঘৃণার কোনো স্থান নেই এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঘৃণা জনিত অপরাধ রোধ করা সম্ভব।

টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান বলেন: “টাওয়ার হ্যামলেটস হলো বৈচিত্র্য ও সহাবস্থানের একটি উজ্জ্বল উদাহরণ। ঘৃণা ও বিভেদের কোনো স্থান আমাদের সমাজে নেই। আমরা সবাই মিলে এমন একটি কমিউনিটি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রত্যেকে নিরাপদ, সম্মানিত ও মূল্যবান বোধ করে।”

মেয়র আরো বলেন, "আমাদের সব কাজের মধ্যে আছে একটা মেইন থিম বা গোল্ডেন থিম - আর তা হলো একসাথে থাকা, ঐক্যবন্ধ থাকা এবং এক কমিউনিটি হিসেবে কাজ করা। টাওয়ার হ্যামলেটসে ঘৃণার কোনো জায়গা নেই। আমরা চাই সবাই একসাথে থাকুক। আর সত্যিই তাই হয় এখানে। আমাদের ৯০ শতাংশ বাসিন্দা জানিয়েছেন তারা একে অপরের সঙ্গে ভালোভাবে মিলেমিশে বসবাস করছেন। এটিই টাওয়ার হ্যামলেটস।"

এই উদ্যোগের মাধ্যমে কাউন্সিল আবারও তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে - ‘নো প্লেস ফর হেইট’, অর্থাৎ ঘৃণার কোনো স্থান নয়, শুধুই ঐক্য, শ্রদ্ধা ও সহনশীলতা।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner