কমিউনিটি ২৮ জুন ২০২৫

লোকাল প্ল্যান সম্পর্কে আপনার মতামত দিন

post

আপনি যদি টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা হন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অথবা কোনো কমিউনিটি গ্রুপের সদস্য হন,  তাহলে আপনি নতুন স্থানীয় পরিকল্পনা বা দ্যা নিউ লোকাল প্ল্যানের চুড়ান্ত খসড়ার ব্যাপারে আপনার মতামত জানাতে পারেন।

বারার সব উন্নয়নের বিষয়ে যাচাই-বাছাইয়ের আগে স্থানীয় পরিকল্পনার নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশক নথি হিসেবে কাজ করে। ভবিষ্যতে বারার উন্নয়ন পরিকল্পনা কী হবে সেক্ষেত্রে স্থানীয় বা লোকাল প্ল্যানে আপনার মতামত অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

আগামী ১লা অগাষ্ট পর্যন্ত স্থানীয় পরিকল্পনার চুড়ান্ত খসড়ায় আপনি আপনার মতামত জানাতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে লেটস টক টাওয়ার হ্যামলেটসের ওয়েবসাইট (https://talk.towerhamlets.gov.uk/local-plan) ভিজিট করুন।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner