অসামাজিক কার্যকলাপ সম্পর্কে জন সচেতনতা সপ্তাহ বা এন্টি-সোশ্যাল বিহেভিয়ার সচেতন সপ্তাহ পালন উপলক্ষে ৩০ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত প্রতিদিন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রতিটি ওয়ার্ডে অনুষ্ঠান হবে। এতে কাউন্সিলর, কাউন্সিলের কর্মকর্তা এবং অংশীদারি প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।
এসব অনুষ্ঠানে বারার বাসিন্দারা কিভাবে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সচেতন হতে পারেন, কিভাবে তারা এন্টি-সোশ্যাল বিহেভিয়ারের বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন এবং কিভাবে সর্বাত্মক সহযোগিতা পেতে পারেন এসব বিষয়ে আলোকপাত করা হবে। এছাড়াও অপরাধ প্রতিরোধের বিষয়ে উপদেশ দেওয়া হবে, পরামর্শ দেওয়া হবে কিভাবে হেইট ক্রাইম বা ঘৃণাজনিত অপরাধ বিষয়ে রিপোর্ট করতে হবে এবং নাইফ ক্রাইমের বিরুদ্ধে সচেতনতনা গড়ে তোলার বিষয়ে তাগাদা দেওয়া হবে বারার প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের।
এছাড়াও কাউন্সিলের অর্থায়নে নিয়োগকৃত পুলিশ অফিসারদের সহযোগিতা নিয়ে অপরাধপ্রবণ এলাকাগুলো লক্ষ্য করে বিশেষ অভিযান চালানো হবে।
এ বিষয়ে আরো জানতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট (www.towerhamlets.gov.uk/lgnl/community_and_living/community_safety__crime_preve/anti-social_behaviour/Anti-Social-Awareness-Week-2025.aspx) ভিজিট করুন।