গ্রীষ্মকালীন ছুটির মাঝামাঝিতে ১৫ থেকে ২৪ আগস্টের মধ্যে এওয়ার্ড বিজয়ী ভিক্টোরিয়া পার্কে বসছে সঙ্গীতের আসর। এবারের দ্যা অল পয়েন্টস ইস্ট সঙ্গীত উৎসবে অংশ নেবে মিউজিক ওয়ার্ল্ডের বেশ জনপ্রিয় ব্যান্ডগুলো। অল পয়েন্টস ইস্ট এবং অন্যান্য সঙ্গীত উৎসব বৈচিত্রেভরা টাওয়ার হ্যামলেটসের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরার একটি উপযুক্ত মাধ্যম, যা লাভটাওয়ারহ্যামলেটস হ্যাশট্যাগের মাধ্যমে উদযাপন করা হচ্ছে।
দুই উইকেন্ড (শনি ও রবিবার) এই উৎসবে পরিচিত সঙ্গীত দল ও শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। সাপ্তাহান্তে কমিউনিটির নানা আয়োজন সবার জন্যে উন্মুক্ত থাকবে। এছাড়াও বিভিন্ন অল পয়েন্টস ইস্ট উৎসবের জন্যে ভিআইপি টিকেট জেতার সুযোগ দেওয়া হচ্ছে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের।
এ বিষয়ে বিস্তারিত জানতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েব সাইট (www.towerhamlets.gov.uk/News_events/2025/June/All-Points-East-VIP-ticket-competition.aspx) ভিজিট করুন।