টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এ বছরের সিভিক অ্যাওয়ার্ডস ২০২৬ ঘোষণা করেছে। বরাবরের মতো এবারও কাউন্সিল খুঁজছে সেইসব নীরব নায়ককে, যারা নিজের স্বার্থের উর্ধ্বে উঠে কমিউনিটির উন্নয়ন, মানুষের কল্যাণ এবং এলাকার সুনামের জন্য কাজ করে যাচ্ছেন। কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা টাওয়ার হ্যামলেটস এলাকায় বাস করেন, কাজ করেন বা পড়াশোনা করেন - এমন যেকোনো ব্যক্তি মনোনয়নের জন্য প্রস্তাব করতে পারবেন।
কাউন্সিলের অধীনে পরিচালিত এই পুরস্কার স্কিমের লক্ষ্য হলো, কমিউনিটি-তে অবদান রাখা মানুষদের স্বীকৃতি প্রদান, যাদের কাজ অনেক সময় আলোচনার বাইরে থেকে যায়।
২৬ বছর বা তদূর্ধ্বদের জন্য বিভাগ সমূহ:
১. কমিউনিটির সেবায় অসাধারণ অবদান
২. ক্রীড়া, সাংস্কৃতিক বা শিল্পক্ষেত্রে সাফল্যের মাধ্যমে বারার-এর সুনাম বাড়ানো
৩. পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে মানুষের জীবনমান উন্নয়নে অবদান
৪. ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি কমিউনিটির জন্য কার্যকর অবদান
১১ থেকে ২৫ বছর বয়সী তরুণদের জন্য বিভাগসমূহ:
৫. সমাজসেবায় অসাধারণ অবদান
৬. ক্রীড়া, সাংস্কৃতিক বা শিল্পক্ষেত্রে অর্জনের মাধ্যমে borough-এর মান বৃদ্ধি
৭. তরুণ উদ্যোক্তা হিসেবে সাফল্য
৮. সমবয়সীদের সহায়তায় বিশেষ উদাহরণ সৃষ্টি
৯. যুক্তরাজ্য বা বিদেশে টাওয়ার হ্যামলেটসের প্রতিনিধিত্বকারী যুব অ্যাম্বাসেডর
মরণোত্তর (পোস্টহিউমাস) পুরস্কার: মৃত্যুর এক বছরের মধ্যে থাকলেই এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হবে।
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 020 7364 4883 অথবা ইমেইল: speaker@towerhamlets.gov.uk
কাউন্সিলের এক মুখপাত্র জানান, “আমাদের কমিউনিটিতে এমন অনেক মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে কাজ করেন। তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্যই এই সিভিক এওয়ার্ড। এবারও টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে -যারা সত্যিকার অর্থে পরিবর্তন ঘটাচ্ছেন, তাদের নাম সামনে আনতে।








