টাওয়ার হ্যামলেটস বারায় পেনশন ক্রেডিট সুবিধার প্রায় ১৭ মিলিয়ন পাউন্ড এখনো দাবি করা হয়নি।
কাউন্সিলের তথ্য-উপাত্ত অনুযায়ী, এই বারায় ৪,০০০ এরও বেশি পরিবার প্রতি বছর গড়ে ৩,৯০০ পাউন্ড মূল্যের পেমেন্ট থেকে বঞ্চিত হচ্ছে।
পেনশন ক্রেডিট পাওয়া গেলে আরও কিছু সহায়তা পাওয়ার সুযোগ উন্মুক্ত হয়, যার মধ্যে রয়েছেঃ
শীতকালীন জ্বালানি পেমেন্ট, সর্বোচ্চ ৩০০ পাউন্ড (যদি শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪—এর আগে আবেদন করেন)
৭৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য বিনামূল্যে টিভি লাইসেন্স
এনএইচএস ব্যয় সহায়তা যেমন প্রেসক্রিপশন, ডেন্টাল চিকিৎসা, চশমা এবং হাসপাতাল অ্যাপয়েন্টমেন্টের জন্য যাতায়াত খরচ
২৫ নভেম্বর সোমবার কাউন্সিল টাওয়ার হ্যামলেটস কমিউনিটি অ্যাডভাইস নেটওয়ার্কের সঙ্গে যৌথ উদ্যোগে “পেনশন ক্রেডিট ঃ যার প্রাপ্য, তারই পাওয়া উচিত” প্রচারণা শুরু করেছে।
এই সুবিধা পাওয়ার জন্য বারার প্রবীণদেরকে সহায়তা করার জন্য কাউন্সিলের পক্ষ থেকে বন্ধু, স্বজন এবং পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অনেকেই হয়তো বিভিন্ন কারণে এই বিনামূল্যের সুবিধা গ্রহণ করতে পারছেন না। আমরা চাই সবাই একসঙ্গে কাজ করে, তরুণ—প্রবীণ মিলে এর গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলুক।
টাওয়ার হ্যামলেটসের ইয়াং মেয়র ফেতুমা হাসান বলেন, “আমি এই প্রচারণা সমর্থন করছি এবং অবশ্যই আমার দাদা দাদির সাথে কথা বলে নিশ্চিত করব যে তারা তাদের প্রাপ্য সমস্ত সুবিধা পাচ্ছেন। এটা খুব সহজ, মাত্র একটি ক্লিকেই প্রতি বছরে প্রায় ৪,০০০ পাউন্ড বাড়তি আয়ের সুযোগ তৈরি হতে পারে। এটা আসলেই সোজাসাপ্টা ব্যাপার।”
৮০ বছর বয়সী এলিজাবেথ আদেবিসি অনলাইনে বেনিফিট ক্যালকুলেটর ব্যবহার করে নিজের প্রাপ্য সুবিধা যাচাই করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “অনেকেই হয়তো জানেন না তারা কী কী সুবিধা পাওয়ার যোগ্য। তবে এটি জানা খুবই জরুরি কারণ এখানে অনেক সহায়তা রয়েছে। আমি আনন্দিত যে কাউন্সিল এটি তুলে ধরছে। যদি ফর্ম পূরণ করতে না জানেন, পরিবারের কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নিন।”
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, “বছরে অতিরিক্ত ৩,৯০০ পাউন্ড বর্তমানে অর্থনৈতিক চাপে থাকা পরিবারের জন্য একটি বিশাল পার্থক্য আনতে পারে এবং অনেক ক্ষেত্রে জীবন বদলে দিতে পারে।”
মেয়র বলেন, “আমরা বন্ধু, পরিবার এবং প্রতিবেশীদের অনুরোধ করছি যেন তারা তাদের প্রিয়জনদের পেনশন ক্রেডিটের জন্য আবেদন করতে উৎসাহিত করেন, যাতে এই গুরুত্বপূর্ণ সুবিধা থেকে তারা বঞ্চিত না হন।”
কেবিনেট মেম্বার ফর রিসোর্সেস এন্ড কস্ট-অব লিভিং, কাউন্সিলর সাঈদ আহমেদ যোগ করেছেনঃ “আমরা টাওয়ার হ্যামলেটস কমিউনিটি অ্যাডভাইস নেটওয়ার্কের সাথে কাজ করছি যেন যত বেশি সংখ্যক বাসিন্দাকে সাহায্য করা যায়। কেবল পেনশন ক্রেডিট ক্যালকুলেটর ব্যবহার করে আপনার প্রাপ্য যাচাই করুন।”
যেভাবে আবেদন করবেনঃ
পেনশন ক্রেডিট হেল্পলাইনে কল করুনঃ ০৮০০ ৯৯ ১২৩৪
অথবা অনলাইনে আবেদন করুনঃ https://www.gov.uk/pension-credit
আবেদনের জন্য আপনার প্রয়োজন হবেঃ
— জাতীয় বীমা নম্বর
— আপনার আয়, সঞ্চয় ও বিনিয়োগের তথ্য
— যেই অ্যাকাউন্টে পেমেন্ট পাঠাতে চান, তার বিস্তারিত তথ্য
আপনার যোগ্যতা যাচাই করতে পেনশন ক্রেডিট ক্যালকুলেটর (https://www.gov.uk/pension-credit-calculator) ব্যবহার করুন।
যদি ক্যালকুলেটর ব্যবহার করতে সহায়তা প্রয়োজন হয় অথবা কাউন্সিলের পরামর্শদাতার সঙ্গে কথা বলতে চান, কল করুন: ০২০ ৭৩৬৪ ৫০৪০।
অথবা ক্রিসপ স্ট্রিট আইডিয়া স্টোর, বো আইডিয়া স্টোর ও টাউন হল এ অবস্থিত রেসিডেন্টস্ হাবগুলোতে আসুন।
আমাদের রেসিডেন্টস্ সাপোর্ট আউটরিচ টিম ফেস - টু - ফেস সহায়তার জন্য প্রস্তুত। অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ইমেইল করুন: LBTHResidentSupport@towerhamlets.gov.uk