আপনি কি কখনো নির্মাণকাজ চলা এলাকাগুলোতে ঝুঁকির মুখে পড়েছেন?
ডিজেবিলিটি বা প্রতিবন্ধী অথবা ইম্পেরিমেন্টস বা অক্ষমব্যক্তি, নিউরোডাইভারজেন্ট ব্যক্তি, বধির এবং প্রতিবন্ধী ব্যক্তি যারা অন্যের সহযোগিতা নিয়ে চলেন, আপনাদের সবার কাছ থেকে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের উন্নয়ন সমন্বয়ক দল বারার নির্মাণকাজ চলা এলাকাগুলোতে নানা ঝুঁকির বিষয়ে মতামত শুনতে চায়। আপনাদের অভিজ্ঞতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ন। আপনারা যে অভিজ্ঞতা আমাদের শেয়ার করবেন, তার আলোকে বারাতে উন্নয়নকাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সাথে মিলে কাউন্সিল নির্মাণকাজ চলা এলাকাগুলোকে চলাচলের জন্যে আরো নিরাপদ এবং ঝুঁকিমুক্ত করতে পারবে। এ বিষয়ে লেটস টক ওয়েবসাইটে (talk.towerhamlets.gov.uk/inclusive-construction-tower-hamlets-council-and-real-charity/surveys/cumulative-construction-impacts-questionnaire1) গিয়ে আরো তথ্য জানতে পারবেন।