টাওয়ার হ্যামলেটস বারার প্রাণকেন্দ্র হোয়াইটচ্যাপলের ব্যস্ত হাইস্ট্রীট মার্কেটে এক অভিযানে অবৈধ সিগারেট, ভেপ ও অননুমোদিত ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিশেষ প্রশিক্ষিত স্নিফার ডগ ‘স্কী’।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস অফিসারদের সঙ্গে যৌথ অভিযানে চার বছর বয়সী এই কুকুরটি তার তীক্ষ্ণ ঘ্রাণশক্তি দিয়ে অবৈধ পণ্য খুঁজে বের করতে সাহায্য করে।
গত মাসে এক অভিযানের সময় ‘স্কী’ হোয়াইটচ্যাপেলের একটি দোকানের বাইরে পার্কিং করা মোটরসাইকেলের পিছনে রাখা একটি তালাবদ্ধ বাক্সের সন্ধান দেয়। বাক্সটি দেখতে সাধারণ ডেলিভারি প্যাকেজের মতো মনে হলেও ভেতর থেকে উদ্ধার করা হয় ২৩৩ প্যাকেট অবৈধ সিগারেট, ৭ প্যাকেট ধোঁয়াবিহীন তামাক, ১৪টি হাতে বাঁধানো তামাক, ২৪টি অবৈধ ই—সিগারেট (ভেইপস) এবং ৮০টি অননুমোদিত ভায়াগ্রা ট্যাবলেট।
অবৈধ, ছাড়পত্র বিহীন এবং অনিরাপদ নকল পন্য বিক্রেতা বা অসাধু ব্যবসায়ীদের ধরার লক্ষ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে দু'দিনব্যাপী অভিযানের অংশ হিসেবে হোয়াইটচ্যাপেলে এই অভিযান চালানো হয়েছিল। দুদিনের অভিযানে ৫, ৮৪০টি অর্থাৎ ২৯২ প্যাকেট অবৈধ সিগারেট, ৪১৮টি অবৈধ ইলেকট্রিক সিগারেট বা ভেইপস, ২,০৫৫ প্যাকেট স্মোকলেস চুয়িং টোবাকো বা ধোঁয়াবিহীন চিবিয়ে খাওয়ার তামাক, ৮০টি অনুমোদনহীন বা ছাড়পত্রহীন বিপজ্জনক ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে চালু হওয়া ‘স্কী পেট্রোল সার্ভিস’ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৮ মিলিয়ন পাউন্ড বাজেটের অপরাধ বিরোধী টাস্ক ফোর্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করে এই দলটি অবৈধ মাদক, অস্ত্র ও নকল পণ্য চোরাচালান রোধে তৎপর।
পাবলিক প্রোটেকশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এনফোর্সমেন্ট এর লিড মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “নকল সিগারেট, অনিয়ন্ত্রিত ভেইপস ও অননুমোদিত ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আমাদের এলাকায় এমন অসাধু ব্যবসায়ীদের কোনো স্থান নেই। স্কী এবং আমাদের ট্রেডিং স্ট্যান্ডার্ডস টিমের এই বীরত্বপূর্ণ ভূমিকা কমিউনিটিকে নিরাপদ রাখতে সাহায্য করছে।”
কাউন্সিলের পক্ষ থেকে জনগণকে অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে সচেতন থাকতে এবং কোনো সন্দেহভাজন কার্যকলাপ দেখা গেলে গোপনীয়তার সঙ্গে রিপোর্ট করতে অনুরোধ করা হয়েছে।
আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.towerhamlets.gov.uk
শক্তিশালী ঘ্রাণশক্তির কুকুর ‘স্কী’র সহযোগিতায় হোয়াইটচ্যাপেলে অবৈধ পণ্য উদ্ধার
