কমিউনিটি ০৭ সেপ্টেম্বর ২০২৪

প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ — প্রতিটি মিনিট গণনা হচ্ছে

post

প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকা শিশুদেরকে প্রচুর সামাজিক, স্বাস্থ্য এবং একাডেমিক সুবিধা প্রদান করে।

স্কুলে একজন ছাত্রের উপস্থিতি যত বেশি হবে, পরীক্ষা এবং আনুষ্ঠানিক মূল্যায়নে তারা তত বেশি শিখবে এবং ভাল পারফর্ম করবে। প্রাথমিক বিদ্যালয় গুলো শিশুদেরকে তাদের শেখার ক্ষেত্রে সহায়তা করার জন্য এবং তারা আগ্রহী এমন কিছু খুঁজে পেতে সহায়তা করার জন্য বিভিন্ন পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপও অফার করে।

যদি আপনার সন্তানের স্কুলে যেতে সমস্যা হয়, বা আরও সাহায্য এবং সহযোগিতার জন্য ভিজিট করুনঃ www.towerhamlets.gov.uk/lgnl/education_and_learning/Every-day-matters-every-minute-counts.aspx


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner