কমিউনিটি ২০ নভেম্বর ২০২৫

টাওয়ার হ্যামলেটসে ইয়াং মেয়র নির্বাচনের জন্য চূড়ান্ত ১৫ প্রার্থী ঘোষণা

post

টাওয়ার হ্যামলেটসে নতুন ইয়াং মেয়র নির্বাচনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেপ্টেম্বর মাসে বরোর বিভিন্ন স্কুল, কলেজ ও যুব সংগঠন থেকে মোট ৯২ জন তরুণ-তরুণী আবেদন করেছিলেন, যারা ইয়াং মেয়র টিমে যোগ দিয়ে বরোর তরুণদের কণ্ঠস্বর তুলে ধরতে এবং ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী ছিলেন।

আবেদনকারীদের এক মাসব্যাপী ইন্ডাকশন প্রোগ্রামের মধ্য দিয়ে যেতে হয়, যেখানে অংশগ্রহণকারীরা স্থানীয় গণতন্ত্র, নেতৃত্ব, জনসম্পৃক্ততা, কমিউনিটি উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ পান। ইন্ডাকশন সম্পন্ন হওয়ার পর পরবর্তী তিন সপ্তাহ চলমান ছিল নিবিড় ওয়ার্কশপ, বিতর্ক এবং আলোচনা, যেখানে তরুণরা নিজেরা পরিকল্পনা, ধারণা এবং ভবিষ্যৎ লক্ষ্য উপস্থাপন করেন। এই কার্যক্রমগুলোতে তাদের যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলি পরিমাপ করা হয়।

সম্পূর্ণ মূল্যায়ন শেষে ৯২ জন আবেদনকারীর সকলকে পূর্ববর্তী ইয়াং মেয়র টিমের সঙ্গে চূড়ান্ত সাক্ষাৎকারে অংশ নিতে হয়। সেখানে প্রতিটি প্রার্থীর আত্মবিশ্বাস, বিশ্লেষণী দক্ষতা, বরোর তরুণদের জন্য তাদের ভিশন, এবং কমিউনিটির উন্নয়নে তাদের প্রতিশ্রুতি গভীরভাবে যাচাই করা হয়। এই সাক্ষাৎকার প্রক্রিয়া এবং দীর্ঘ মূল্যায়নের ভিত্তিতে নির্ধারণ করা হয় সেরা ১৫ জন প্রার্থী, যারা এবার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তরুণ ভোটারদের সামনে নিজেদের পরিকল্পনা তুলে ধরবেন।

টাওয়ার হ্যামলেটসের ইয়ুথ সার্ভিস টিম জানিয়েছে, এবারের আবেদনকারীর সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যা প্রমাণ করে বরোর তরুণদের আগ্রহ ও অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। ইয়াং মেয়র প্রোগ্রাম দীর্ঘদিন ধরে তরুণদের নেতৃত্ব বিকাশ, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং কমিউনিটির সমস্যাগুলো তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এ কারণে চূড়ান্ত প্রার্থীদের ঘোষণা বরোর তরুণদের জন্য নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সৃষ্টি করেছে।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner