গ্রাম বাংলা ২৩ আগস্ট ২০২৪

দিনাজপুরে সাবেক এমপি শিবলী সাদিকসহ ১২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

দিনাজপুর: জেলার হাকিমপুরে সাবেক এমপি শিবলী সাদিকসহ ১২৩ জনকে আসামী করে একটি হত্যা মামলায় দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. দুলাল হোসেন বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া দু'যুবককে তুলে নিয়ে নির্যাতন করে হত্যা, লাশ গুম ও হত্যার ঘটনা ভিন্নখাতে নিয়ে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে গতকাল বুধবার রাতে হাকিমপুর থানায় একটি মামলা হয়েছে।তিনি বলেন, মামলায় দিনাজপুর ৬-আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক, পৌর মেয়র জামিল হোসেন হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুনসহ ১২৩ জনকে আসামী করা হয়েছে।বুধবার রাতে নিহত যুবক আসাদুজ্জামান নূরের বড় ভাই মো. সুজন ইসলাম বাদী হয়ে হাকিমপুর থানায় মামলাটি করেন। মামলায় আসামী হিসেবে ২৩ জনের নাম উল্লেখ করে ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner