নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
ময়মনসিংহ: জেলায় বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে। নিহতরা হলেন- স্হানীয় হেলাল মাস্টারের মেডিকেল পড়ুয়া ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২৩) ও হেলাল মাস্টারের স্ত্রী শিরিন আক্তার (৫৫)। গরফগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খান জানান, আজ দুপুরে সাবমার্সেবল পাম্পে ত্রুটি দেখা দিলে শিমুল দেখতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হন। এসময় তার মা শিরিন আক্তার ছেলেকে বাঁচাতে এগিয়ে যায়। পরে মা-ছেলে দু'জনেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান। নিহত শিমুল রাশিয়ায় একটি মেডিকেল কলেজে অধ্যয়নরত ছিলেন। ঘটনার আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।